স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। রমজানে তাকওয়ার গুণাবলী অর্জন করে তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে।
এছাড়াও দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে চুরি- ডাকাতি, খুন- জখম, রাহাজানি, সন্ত্রাস- চাঁদাবাজি দূরীকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মকবুল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান ও পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম।
আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।