নাটোরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন, ওসি-ইউএনওকে প্রত্যাহারের দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় তথ্য চাওয়া নিয়ে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার সঙ্গে বাগবিতণ্ডার জেরে গ্রেপ্তার দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় সাংবাদিক আব্দুর রশিদকে। এ সময় রশিদের পক্ষে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার (১২ মার্চ) সন্ধ্যার পর সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩

চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে গত বছর উপজেলার ইতালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের করা মামলায় রশিদকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে সিংড়ার সাংবাদিকদের অভিযোগ, তথ্য অধিকার আইনে খাসপুকুরের তথ্য চাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আবদুর রশিদের বাগবিতণ্ডা হয়। এর জেরেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনাসহ আদালত চত্বরে সাংবাদিকদের ওপর সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের হামলার প্রতিবাদে জেলা কর্মরত সাংবাদিকরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সাংবাদিকরা এদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ওসি আসমাউল হক ও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার প্রত্যাহারের দাবি জানান তারা।