অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গতকাল মঙ্গলবার একটি চলন্ত ট্রেন ছিনতাই করে বেলুচ লিবারেশন আর্মি নামে একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। ট্রেনটি ছিনতাই করতে জঙ্গিরা রেললাইনে বোমার বিস্ফোরণ ও ট্রেন লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।
জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। বেলুচিস্তানেরকোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারে যাচ্ছিল ট্রেনটি। যেখানে যাত্রাবাহী ট্রেনটি ছিনতাই করা হয়েছে সেটি বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকা। যা একটি পাহাড়ি ও নির্জন অঞ্চল।
সশস্ত্র এ জঙ্গিরা ট্রেনটি ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়। তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়। ওই সময় জঙ্গিরা পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। তখন তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা।
এদিকে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী এখন পর্যন্ত ১৯০ জিম্মিকে উদ্ধার করার তথ্য জানিয়েছ। এছাড়া ৩০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
জঙ্গিরা ট্রেনের যাত্রীদের জিম্মি করে কারাগারে আটক তাদের বন্দিদের মুক্তির দাবি জানিয়েছিল। তবে পাকিস্তান সরকার এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, যারা সাধারণ মানুষকে জিম্মি করেছে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।