‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হয়েছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া অন্য দলগুলোকে দুই দেশে ভ্রমণ করতে হয়েছে। অথচ এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কে এবার রীতিমতো ঘি ঢাললেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।

আরও পড়ুনঃ   ৭ অক্টোবরের হামলা ছিল ‘মহিমান্বিত’ : হামাস

ভারতীয় পত্রিকা মিড ডেকে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার…ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা।’

‘ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে, সেটি তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কীভাবে ভ্রমণ না করে পারে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   অভ্যুত্থানের পর প্রথমবার চীন যাচ্ছেন মিয়ানমার জান্তা

রবার্টস মনে করেন আইসিসি আর বিসিসিআইয়ের মধ্যে তফাৎ নেই। তিনি বলেন, ‘আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, “শোনেন নো বল আর ওয়াইড থাকার দরকার নেই” আমি বলছি, ধরে নেন আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে।’