লিভ-ইনের পর গোপন বিয়ে, বিচ্ছেদ চেয়ে টাকা দাবি অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : হঠাৎ করেই বি-টাউনে শোরগোল ফেলে দিয়েছে এক অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। টেলিপর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করে পরিচিতি পাওয়া সেই অভিনেত্রী হলেন অদিতি শর্মা; যার কিছু কর্মকাণ্ড এখন সংবাদের শিরোনাম।

কী করেছেন এই অভিনেত্রী? বলিউডের অন্দরে প্রশ্ন! সম্প্রতি এই অভিনেত্রীর বহু গোপন কু-কীর্তির কথা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন স্বামী অভিনেতা কৌশিক। তার দাবি, লিভ-ইনের পর দুই পরিবার এক হয়ে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন। তারপরেও জেনে-বুঝে পরকীয়ায় জড়ান অদিতি। যা বেশ কিছু দিন ধরেই কানে আসছিল স্বামীর। কিন্তু তিনি এসব আমলে নেননি শুরুতে।

আরও পড়ুনঃ   কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন?

সে অভিনেতা বলেছেন, গত চার বছর ধরে তিনি আর অদিতি লিভ-ইন এ ছিলেন। দুই বছর লিভ-ইনের পর থেকেই অদিতি বিয়ের জন্য চাপ দেন অভিনেতাকে। একটাই শর্ত, বিয়ের কথা গোপন রাখতে হবে। নইলে অদিতির পেশাজীবনের ক্ষতি হবে। তাই স্ত্রীর ভালো চেয়ে অভিনেতা স্বামী বিয়ের কথা গোপন রাখেন।

এরপর সেই অভিনেত্রী স্ত্রী পরকীয়ায় জড়ান। যার প্রমাণ মিলতেই বিষয়টি নিয়ে কথা বলেন স্বামী। এরপরেই অদিতি বিচ্ছেদের দাবি তোলেন। শুধু তাই নয়, সঙ্গে ২৫ লক্ষ রুপি খোরপোশও চান স্বামীর কাছে।

আরও পড়ুনঃ   অশ্লীলতা না থাকলে আইটেম গানে নাচবেন অনন্যা

এদিকে এসব ঘটনা প্রকাশ্যে আসতেই অদিতি নাকি জানিয়েছেন এই বিয়ে বৈধ নয়। যদিও অভিনেতার দাবি, সমস্ত রীতি-রেওয়াজ মেনেই তারা বিয়ে করেছেন। বিয়ের ছবিও আছে তাদের। সব ঘটনা জানার পর নেটিজেনরা অভিনেতাকেই সমর্থন করছে। তাদের প্রশ্ন, বিয়েই যদি অবৈধ হবে তা হলে অদিতি ২৫ লক্ষ রুপি খোরপোশ চাইছেন কেন?