বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হেলাল উদ্দীন,বাগমারা : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আবদুল জব্বার, খাদ্য নিয়ন্ত্রক নবী নেওয়াজ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের দপ্তরের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার দুই

দিবসটি উপলক্ষে বাগমারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন পরিচালক ইব্রাহীম হোসেনের পক্ষ থেকে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটির আয়োজন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।