নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ’বনপাড়া কলেজ সড়ক’ অবমুক্তকরণের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ

এসময় উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আলোচনা শেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্তাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।