রাজশাহীতে ১ মাসেও গ্রেফতার হয়নি সাংবাদিকের উপর হামলাকারীরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ভবনে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় সাংবাদিকের উপর হামলা করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১ মাসেও গ্রেফতার হয়নি হামলাকারীরা।

গত ০৩ ফেব্রুয়ারী দুপুর ০১ টায় পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ভবনের নিচে প্রকাশ্যে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

পেশাগত দায়িত্ব পালনের সময় এমন ঘটনার শিকার হয়েছেন জাতীয় দৈনিক মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক লিয়াকত হোসেন।

ইতিমধ্যে হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা প্রশাসন অদৃশ্য কারণে নিরব, দোষী ব্যক্তিদের মূল হোতারাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুনঃ   নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আওটি অ্যান্ড রোবট্রিক্স শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায়, সাংবাদিক লিয়াকত হোসেন পবা উপজেলা কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫/৭ জনের একট গ্রুপ এসে তুই সাংবাদিক তোর কাছে উপরের ভিডিও আছে বলে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পবা উপজেলা কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন সাংবাদিক সমাজ। পবা উপজেলা কার্যালয়ের ভবন অনিরাপদ হয়ে পড়ায় আতংকে রয়েছেন সাংবাদিকসহ সাধারণ জনগণ। এতে পবা উপজেলা প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুনঃ   ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন: সভাপতি শামীউল, সম্পাদক আতিক

সাংবাদিক লিয়াকত হোসেনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব টিম এবং জাতীয় দৈনিক মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার সম্পাদকবৃন্দসহ সকল সাংবাদিক। ছিনতাইকারি এসব সন্ত্রাসী ও এদের মুলহোতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি পবার ইউএনওর কার্যালয়ের সামনে থেকে দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা করে উপজেলা প্রশাসন। মামলাটি তদন্ত করছে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।