যে কারণে প্রিয়াঙ্কার শুটিং সেটে বসে থাকতেন মা মধু চোপড়া

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডের থেকেও হলিউড সিনেমায় বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে ক্যারিয়ারের শুরুটা এতটাও সহজ ছিল না তার জন্য। নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।

বলিউডে কাজ করার সময় ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে? সেই বিষয়ে কথা বলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। একটি সাক্ষাৎকারে মধু জানান, মেয়ের জন্য সেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন মধু।

আরও পড়ুনঃ   ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে আমি ছবির সেটে গিয়ে বসে থাকতাম। সে তখন খুব ছোট ছিল। শুটিং সেট সম্পর্কে আমাদের সকলেরই একটা অন্যরকম ধারণা ছিল। তাই আমি কোনও রকম ঝুঁকি নিতে চাইনি।’

তার কথায়, ‘যারা পেশাদার, তারা এটা সহজে সামলাতেও পারবেন। তবে কিছু ঘটনায় আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। একজন পরিচালক প্রিয়াঙ্কাকে একা একটি চিত্রনাট্য বোঝাবেন বলেছিলেন এবং আমায় বেরিয়ে যেতে বলেছিলেন। আমার মেয়ে এসব দেখে ছবিটি করতে চাননি।’

আরও পড়ুনঃ   নির্বাচনে জিতে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কঙ্গনা?

পরিচালককে প্রিয়াঙ্কা জানিয়ে দিয়েছিলেন, মায়ের সামনে যদি গল্পটি শেয়ার করতে পারেন তাহলেই একমাত্র অভিনয় করবেন তিনি। মধুর ভাষ্য, তার মেয়ে সবসময়ই খুব দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কোনও কাজ হারানোর ভয় তার কখনোই ছিল না।

মেয়েকে সবসময়ই মধু চোপড়া বলতেন, ‘তুমি যদি একজন সস্তা মানুষের মতো আচরণ করো, তাহলে মানুষও তোমাকে সম্মান করবে না এবং আবর্জনার মতো ব্যবহার করবে।’