মেসির ‘খোঁজ’ দিয়ে কোচ বললেন, আগের চেয়ে ভালো আছে

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে ইন্টার মায়ামি দুটি ম্যাচ খেলেছে অথচ একটিতেও ছিলেন না লিওনেস মেসি। হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচটি খেলতে তিনি নিউস্টনে দলের সঙ্গেই যাননি। চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচেও মাঠে নামেননি এই আর্জেন্টাইন। দলের পক্ষ থেকে তখন চোটের ব্যাপারেও কিছু জানানো হয়নি। অবশেষে মেসির না খেলার কারণ জানিয়েছেন কোচ মাসচেরানো।

আজ রোববার রাতে ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এই ম্যাচের আগে দিন মেসি প্রসঙ্গে মাসচেরানো বললেন, ‘লিও (মেসি) আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার (ম্যাচ খেলার)তালিকায় থাকার সম্ভাবনা আছে। আমরা দেখব। এখনও অনুশীলনের বাকি আছে আমাদের। অনুশীলন বাকি থাকতেই কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না আমি।’

আরও পড়ুনঃ   বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন

‘মেডিকেল টিম আমাকে বলেছে, তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অবসাদজনিত ব্যাপার ছিল। কয়েকদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে।’-যোগ করেন তিনি।

মেসিকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না মায়ামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি, ওকে নিয়ে আমরা আরও বেশি শক্তিশালী। নিজের পায়ে গুলি করার মতো পাগল তো আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে, প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে, তারা যেন শতভাগ ঠিক থাকলে। নইলে অযথা ঝুঁকি নেব না।’

আরও পড়ুনঃ   নতুন দিনের আশায় ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

‘এটা পরিষ্কার যে, ক্লাবের সব স্টাফ, সব ফুটবলার, সবাইকে উপলব্ধি করতে হবে, লিও যখন থাকে না, তখন আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ বড় একটি শূন্যতা সেখানে আছে। এভাবেই করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাকে বেছে নিতে বললে দো অবশ্যই সব ম্যাচে ওকে খেলাতাম, কারণ তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব ম্যাচে ওকে পাওয়া তো সম্ভব নয়।’-যোগ করেন তিনি।