স্টাফ রিপোর্টার : ‘নারীর অধিকার, সমতা, ও ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো গতকাল ০৮ মার্চ। সেই দিনের একটি ইংরেজী জাতীয় দৈনিক (দি ডেইলি স্টার) পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম বলছে ‘৫ বছরে ১২ হাজার নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা, ৬ হাজারের বেশি ধর্ষণ’। অন্য এটি জাতীয় দৈনিক (সমকাল) পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, ‘আদালতের নির্দেশনার পরেও কমছে না নারী প্রতি সহিংসতা। গত মাসেই অন্তত ১০৭ নারী ও কন্যাশিশু নিপীড়নের শিকার হয়েছে। এক মাসে ৫৩ জন ধর্ষণের শিকার, যাদের মধ্যে ৩৮ জনই অপ্রাপ্তবয়স্ক।’ গণমাধ্যমগুলো বলছে যে, ২ মার্চ (রোববার) ৮ বছর ও ১০ বছর বয়সী দুই কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী কন্যাশিশু। শনিবার (০৮ মার্চ) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমামীর দগারচালা এলাকায় গজারী বনের ভিতরে ৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। এছাড়াও শনিবার (০৮ মার্চ) চট্টগ্রামের সীতাকুন্ডে সৈকতে বেড়াতে গিয়ে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এদিকে, ১৭ ফেব্রুয়ারি রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে এবং ১৯ থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ৫দিন যাবৎ নরসিংদীতে ভবনে আটকে রেখে ২৩ বছর বয়সী অন্ত:সত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ও ২৪ ফেব্রুয়ারী টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও গণধর্ষণ, নারীর ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানী ঘটনাসহ দেশজুড়ে চলমান ধর্ষণ ও গণধর্ষণ, নারীর ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী সামাজিক-স্বেচ্ছাসেবী তরুণ ও যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যল চেঞ্জ-ইয়্যাস’। রোববার (০৯ মার্চ) সকালে যুব সংগঠনটির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন, সহসভাপতি নারী নেত্রী ও উন্নয়নকর্মী ফাতেমা আলী মেঘলা এবং সাধারণ সম্পাদক তরুণ সংগঠক মো. আতিকুর রহমান আতিক এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা দেশজুড়ে চলমান এসব নেক্ক্যারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে অবিলম্বে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শান্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে তারা আহবান জানান। বিবৃতিতে তারা বলেন, ‘অ্যাকশন এইড বাংলাদেশের এক জরিপে উঠে এসেছে বাংলাদেশের প্রায় অর্ধেক নারী প্রতিনিয়ত রাস্তা, পাবলিক পরিরবহন, এমনকি জনসেবামূলক স্থানে নিরাপত্তাহীনতায় ভোগেন। এর মূল কারণ যৌন হয়রানি ও অপর্যাপ্ত নারী বান্ধব পরিবেশ। আবার বেশির ভাগে নারী মনে করেন, নিরাপত্তাহীনতা থেকে তাদের মুক্তি নেইকর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও যৌন হয়রানির শিকার হচ্ছে নারী।’ বিচারহীনতার সংস্কৃতির ফলে দেশে ধর্ষণ ও নির্যাতন সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। তাই দেশজুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবিলম্বে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনানুগ দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শান্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সাথে জনগণকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহবানও জানায় ইয়্যাস নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি
দেশজুড়ে চলমান নারীর ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানী ও ধর্ষণের ঘটনায় ইয়্যাসের উদ্বেগ প্রকাশ
