ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না : অহনা

অনলাইন ডেস্ক : ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বিশেষ করে ২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।

বিশেষ করে সম্প্রতি সময়ে এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে প্রেম নিয়ে অবিশ্বাস ও ভীতির গল্প। নিজের জীবনের এক অভিজ্ঞতা থেকেই প্রেম-ভালোবাসার প্রতি নাকি অনীহা-ভয়ের সৃষ্টি অহনার।

ভক্তদের প্রশ্ন, তাহলে কি প্রেমে প্রতারিত হয়েছেন অহনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, না প্রতারিত হননি। তবে প্রেম নিয়ে অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় তার জন্য। যে কারণে বর্তমানে সম্পর্ক নিয়ে বড্ড ভয় কাজ করে।

অহনা জানালেন, কোভিডের সময়ে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে একটা সময়ে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে আবারও বছরখানেক বাদে সেই ব্যক্তির সঙ্গেই প্রেমে জড়ান অহনা। তবে এবার আরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়।

আরও পড়ুনঃ   অভিনেত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত মরদেহ

অহনার ভাষায়, ‘ছেলেটা আমাকে পটানোর জন্য প্রায় ৭ বছর চেষ্টা করেছে। যখন আমি তার সঙ্গে প্রেম করি তখন তার কিছুই ছিল না। সে ছিল জিরো। সেই মানুষটার সঙ্গেই আমি রিলেশনে গিয়েছি। তাকে সবসময় পেছন থেকে উৎসাহ দিয়েছি। সবকিছুই ঠিক যাচ্ছিল। কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যায়।’

এরপরের গল্প উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ব্রেকআপের পর ৩ বছর আমি কাজ করিনি। এরপর আবারও আমার সেই ছেলের সঙ্গে যোগাযোগ হয়। আমরা আবারও কথা বলতে শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, আমি একই ভুল আবারও করেছি।’

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

অহনা অবশ্য তার প্রেমিকের নাম প্রকাশ করেননি। এমনকি কেন তাদের বিচ্ছেদ হয়েছিল, সে বিষয়েও কিছু বলেননি। তবে তার কথায় এটা স্পষ্ট, প্রেম নিয়ে বাজে অভিজ্ঞতার কারণেই আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই এই অভিনেত্রীর।

২০০৭ সালে অভিনয় জগতে পথচলা শুরু অহনার। নবম শ্রেণিতে থাকাকালীন একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।