সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক : সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ফ্যাসিবাদের পুনরুত্থানও রোধ পাবে বলে মনে করেন তিনি।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’

এসময় বিগত আওয়ামী শাসনামলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত আওয়ামী শাসনামলে একক রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের ওপর এমন নিপিড়ন বিশ্বে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন : জামায়াত আমির

তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে চিহ্নিত করে না। দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে।-ইত্তেফাক