বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

হেলাল উউদ্দীন, বাগমারা : “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, নার্গিস বেগম, ব্র্যাকের প্রতিনিধি আহসানুল হক, আফরোজা আইরিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর -কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।