নারী দিবসে আরচ্যারির প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অনেক অবদান থাকলেও এই দিনে সব ফেডারেশন/সংস্থা নারীদের স্মরণে তেমন কিছু করে না। আরচ্যারি ফেডারেশন অবশ্য একটু ব্যতিক্রম। বিগত বছরের মতো এবারও নারী দিবসে গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারি টুর্নামেন্ট।

টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। আরচ্যারির ফেডারেশনের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫৫টি ফেডারেশন আছে। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা খুঁজে বের করেছি যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে। তার মধ্যে আরচ্যারি ফেডারেশন অন্যতম। আরচ্যারিতে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নারীদের সমানতালে এগিয়ে যাওয়া বিষয়টাকে আরও সুন্দরভাবে সামনে তুলে ধরে। আরচ্যারিসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিক অঙ্গনে যাদের ভালো সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেসব খেলাকে আমরা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রণালয় থেকে বাজেটসহ অন্যান্য বিষয়ে এসব ফেডারেশনগুলোকে আমরা সহযোগিতা করব।’

আরও পড়ুনঃ   হ্যাটট্রিকসহ একাই ১০ উইকেট নিলেন ৬৫ বছর বয়সী স্পিনার

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ঢালী।

দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব মিলে মোট ১২টি দলের ৬৮ জন নারী আরচ্যার প্রতিযোগিতায় অংশ নেয়। মোট চারটি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিমান বাহিনী একটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট দুইটি পদক জিতে রানার্সআপ হয়েছে। রিকার্ভ প্রসপেক্ট ইভেন্টে স্পাইডার আরচ্যারি ক্লাবের ইসরাত জাহান তুলনা স্বর্ণ জিতেছেন। রিকার্ভ বিগিনার্স ইভেন্টে বিকেএসপির জান্নাতুল নাইমা জিতেছেন স্বর্ণ। এছাড়া রিকার্ভ কমপিটিটিভ ইভেন্টে পুলিশ আরচ্যারি ক্লাবের ইতি খাতুন এবং কম্পাউন্ড কমপিটিটিভ ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার স্বর্ণ জিতেন।

আরও পড়ুনঃ   তিন বছর পর আবারও বিশ্বকাপে কপাল পুড়ল সাইফউদ্দিনের

এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনায় বাফুফে গত কয়েক বছর যাবৎ ওমেন্স ডে পালন করে আসছে। বিগত বছরগুলোতে ঢাকায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই দিবস পালন হলেও এবার করেছে সাভারের বিকেএসপি ক্যাম্পাসে। বিকেএসপির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি উদযাপন করে বাফুফে। কর্মসূচি শেষে সনদ প্রদান করে ফুটবল ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ নারী উইংয়ের কর্মকর্তা ও বিকেএসপির প্রশিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।