এশিয়ান মাস্টার্সের সেক্রেটারি বাংলাদেশের সাবেক ভারত্তোলক

অনলাইন ডেস্ক : নারী দিবসের আগেরদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি সুখবর এসেছে। এশিয়ান মাস্টার্স ভারত্তোলন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক ভারত্তোলক ও জাতীয় ক্রীড়া পরিষদের কোচ শাহরিয়া সুলতানা। যিনি ক্রীড়াঙ্গনে সুচি নামে পরিচিতি।

ভারত্তোলন বিশ্বব্যাপী প্রচলিত খেলা। ইউরোপ ও অন্য মহাদেশে মাস্টার্স কমিটি থাকলেও এশিয়াতে ছিল না। তাই এশিয়ার ভারত্তোলকরা গত বছর একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়। সেই আলোকে বাংলাদেশের ভারত্তোলক শাহরিয়া সুলতানাকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। এশিয়ার এই কমিটির চেয়ারম্যান ইরানের সাবেক ভারত্তোলক কাবিরি। অলিম্পিকে তার পদক রয়েছে। এশিয়ার ভারত্তোলনে এই পদ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই নারী ভারত্তোলক, ‘গতকাল আমাকে এক চিঠির মাধ্যমে জানানো হয়। এটি অবশ্যই সম্মানের। এশিয়ার ভারত্তোলকদের কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি।’

আরও পড়ুনঃ   বাংলাদেশকে সম্মান দেখিয়ে গম্ভীর বললেন ‘কাউকে ভয় পাই না’

২৭-৩১ মে কাতারের দোহায় এশিয়ান মাস্টার্স ভারত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০-৮০ বছর বয়স পর্যন্ত ভারত্তোলকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এশিয়ায় মাস্টার্সদের নিয়ে এরকম প্রতিযোগিতা এবারই প্রথম। এশিয়ান মাস্টার্স ভারত্তোলনের তত্ত্বাবধানে এবারের এই আসর হবে। মাস্টার্সের এই কমিটি মূলত অ্যাডহক ধরনের। এই কমিটি সংগঠনের বিভিন্ন বিষয়ে রূপরেখা করে আগামী এক বছর পর নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

আরও পড়ুনঃ   উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য সমর্থন চাইলেন মার্কিনিয়োস

শাহরিয়া সুলতানার ভারত্তোলক হিসেবে পদক রয়েছে। অবসর নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে কোচ হিসেবে যোগ দেন তিনি। জাতীয় ভারত্তোলকদের প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভারত্তোলনে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ থাকলেও তিনি সম্প্রতি কোচিং থেকে ক্রীড়া প্রশাসনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবেও পদোন্নতি পেয়েছেন তিনি।