আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুঠিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার পুঠিয়া(রাজশাহী) : অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ   নাগরিক সমস্যা সমাধানে অ্যাডভোকেসি ফোরামের বৈঠক নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ: এমপি বাদশা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিষ বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা ব্যবস্থাপক মোসাঃ তানজিলা আক্তার, পল্লী উন্নয়ন অফিসার, আঞ্জুমান আরা খাতুন প্রমুখ।