‘মাহে রমজানে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করতে হবে’- নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, মাহে রমজানে শ্রমিকদের সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো আল্লাহ পছন্দ করেন না। এ ব্যাপারে মালিকদেরকে শ্রমিকদের প্রতি সহনশীল আচরণ করতে হবে। এছাড়া রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজনৈতিক ঐক্যে যেন ফাটল না ধরে, আহ্বান বিএনপির

শুক্রবার (৭ মার্চ) বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী দুর্গাপুর পৌরসভা ও শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

দুর্গাপুর ফাজিল মাদরাসা মা‌ঠে আয়োজিত ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন শ্রমিক কল‌্যান ফেডা‌রেশন দুর্গাপুর শাখার সভাপ‌তি আলহাজ্ব আমজাদ হো‌সেন।

আরও পড়ুনঃ   পাঠ্যবইয়ে আবার ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি শামীম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আমীর নূর আলম, জামায়াত নেতা সেলিম রেজা খাঁন ও শাহিনুর ইসলাম প্রমুখ ।