বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে: দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে আছে ষড়যন্ত্রকারী (শেখ হাসিনা)। সে চায়, বাংলাদেশে কোনোভাবে যাতে ভোট না হয়, ভোট না করে কীভাবে পদ্মা নদীর এপারে চলে আসা যায়। ওই ষড়যন্ত্রকারী বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামকে হত্যা করেছে। মাওলানাদেরকে জেলে ভরে জঙ্গি বানিয়েছে। আমরা বলে দিতে চাই, ওই ষড়যন্ত্রকারী ও তার দোসরদের জায়গা এই বাংলাদেশের মাটিতে আর হবে না।

বুধবার (৫ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত সাত মাসে দেশের কোনো সংস্কার করতে পারেনি। তারা কোনো সংস্কার করতে পারবেও না। সংস্কারের কথা বলে তারা কালক্ষেপণ করছে।

তিনি বলেন, যতদ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্বকভাবে অবনতি হয়েছে। দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে।

আরও পড়ুনঃ   তর্কাতর্কির মধ্যে বাস উল্টে বনশ্রী খালে, চালকের ‘ইচ্ছাকৃত’ বলে যাত্রীদের অভিযোগ

নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের প্রমুখ।