বগুড়ায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: এমবিবিএস ও বিডিএস পাস ছাড়া ডাক্তার উপাধি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এ সময় কর্মসূচির অংশ হিসেবে সাতমাথায় মানববন্ধন শেষে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার (৫ মার্চ) দুপুরে এই কর্মসূচি পালন করেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি যৌক্তিক আখ্যা দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   দাবদাহে শিক্ষার্থীর ক্ষতি হলে, দায় নিতে হবে সরকার ও স্কুলকে

এ সময় শিক্ষার্থীরা বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে চলমান ৩টি রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ২০১০ সাল থেকে ম্যাটস শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা। এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ওটিসি ড্রাগস লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রিপশন করতে পারবে না।

আরও পড়ুনঃ   বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

বগুড়ার সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং তাদের দাবি যথাযথভাবে উপস্থাপন করব।