সেমিফাইনালে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় নেই সৈকত, যারা থাকছেন

অনলাইন ডেস্ক : গ্রুপপর্বের লড়াই শেষে শেষ চারের দ্বৈরথের অপেক্ষা। দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারতের হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এই দুই ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে নাম নেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। গ্রুপ পর্বে চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওর্থ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

আরও পড়ুনঃ   পূর্বাচলে স্টেডিয়াম ঘুরে যা বললেন বিসিবি সভাপতি

আগামী ৫ মার্চ লাহোরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। এই ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও আহসান রাজা।

আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা অবশ্য এখনো জানায়নি আইসিসি। এর আগে এবারের আসরের উদ্বোধনী ম্যাচসহ মোট চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন সৈকত।

আরও পড়ুনঃ   রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

সেমিফাইনাল ১: ভারত বনাম অস্ট্রেলিয়া (দুবাই)
অনফিল্ড আম্পায়ার: ক্রিস গ্যাফানি এবং রিচার্ড ইলিংওয়ার্থ
থার্ড আম্পায়ার: মাইকেল গফ
চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট
আম্পায়ার কোচ: স্টুয়ার্ট কামিংস

সেমিফাইনাল ২: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (লাহোর)
অন ফিল্ড আম্পায়ার: কুমার ধর্মসেনা এবং পল রেইফেল
থার্ড আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: আহসান রাজা
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে
আম্পায়ার কোচ: কার্ল হার্টার।