মাহফিজুল-মিজানের ব্যাটে লড়াকু সংগ্রহ ব্রাদার্সের

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমানের ফিফটিতে ভর করে ২৬২ রানের লড়াকু পুঁজি পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এদিন টস জিতে আগে ব্যাটিং করে দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও ইমতিয়াজ হোসেনের ব্যাটে দারুণ শুরু পায় ব্রাদার্স। দলীয় ৯৯ রানের মাথায় ইমতিয়াজ ৫০ রান করে ফিরে গেলেও অপরপ্রান্ত আগলে রাখেন রবিন। মিজানুরকে সঙ্গে নিয়ে ৭৩ রানের একটি জুটি গড়েন তিনি।

আরও পড়ুনঃ   দেশে বিদেশে বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

ব্যক্তিগত ৮৪ রানে মাহফিজুলের ইনিংস থামলে এরপরের গল্পটা মিজানুর রহমানের। তার ৭৬ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬২ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। জয়ের জন্য ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রয়োজন ২৬৩ রান।

আরও পড়ুনঃ   ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখার নির্দেশ

বল হাতে বেশ সবচেয়ে খরচে ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী পেসার মারুফ মৃধা। ১০ ওভারে ৬১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন ধানমন্ডির এই পেসার। এ ছাড়া কামরুল ইসলাম রাব্বি দুটি, সানজামুল ও হাসান মুরাদ একটি করে উইকেট নিয়েছেন।