অনলাইন ডেস্ক : সম্পত্তির লোভে নিজের মাকে নির্মম মারধরের অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে অভিযুক্ত ওই মেয়েকে তার মাকে কামড়ে দিতে এবং চুল টেনে মারধর করতে দেখা যায়।
এমনকি ‘মায়ের রক্তপান করার’ হুমকিও দিতে দেখা যায় তাকে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। শনিবার (১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, হৃদয় বিদারক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে হরিয়ানার হিসারের একজন মেয়ে তার মাকে কামড় দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। এমনকি নির্যাতনের মধ্যেই “তার রক্ত পান করার” হুমকি দেওয়ার পাশাপাশি তার চুল টেনে টেনে থাপ্পড় মারতেও দেখা যায়।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অভিযুক্ত ওই তরুণীর ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, তার বোন তাদের মাকে বন্দি করে রেখেছে এবং তার সম্পত্তি তার (মেয়ের) নামে হস্তান্তর করার জন্য তাকে (মাকে) মানসিক ও শারীরিকভাবে হয়রানি করছে। পরে পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
সংবাদমাধ্যম বলছে, হরিয়ানার হিসার জেলার আজাদনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম নির্মলা দেবী। অভিযোগ করা হয়েছে, তার কন্যা রিতা মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চান। বৃদ্ধা তাতে রাজি না-হওয়ায় তার ওপর অত্যাচার করা হয়।
পুলিশকে ওই তরুণীর ভাই জানিয়েছেন, দিনের পর দিন তার মায়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন তার বোন। তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই ঘটনায় বোনের শাস্তি এবং মায়ের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক।
তিন মিনিটের ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, বিছানার ওপর বসে বৃদ্ধা মাকে এলোপাথাড়ি মারছেন তারই কন্যা। কখনও তার চুল ধরে টানছেন, কখনও মাথা দেওয়ালে ঠুকে দিচ্ছেন। একসময়ে তাকে বলতে শোনা যায়, “কী মজা! এবার আমি তোমার রক্ত পান করব। তুমি আমাকে এ সব করতে বাধ্য করছো। তুমি আর কত দিন বাঁচবে? সারা জীবন কি বেঁচে থাকবে?”
ভাইরাল এই ভিডিওতে এক পুরুষ কণ্ঠও শোনা গেছে। তবে তৃতীয় কাউকে এতে দেখা যায়নি।
অভিযুক্ত ওই তরুণীর ভাই জানিয়েছেন, দু’বছর আগে তার বোনের বিয়ে হয়েছিল। কিছুদিনের মধ্যে তিনি তার স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। কুরুক্ষেত্র এলাকায় তাদের একটি জমি ছিল। সেটি ওই তরুণী বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। এরপর মায়ের বাড়িটিও বিক্রি করতে চান তারা। কিন্তু সেই সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে রাজি হননি বৃদ্ধা মা। তারপর থেকেই ঝামেলা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই তরুণী তার ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন।
আজাদনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাধুরাম জানিয়েছেন, যুবকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।