ভোলাহাটে জাতীয় ভোটার দিবস পালিত!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ শ্লোগানকে কেন্দ্র করে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ শুভ উদ্বোধন রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিকের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ   বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে ট্রাকের তলে, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

আলোচনা সভায় উপেজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ভোলাহাটে অতিরিক্ত দায়িত্বে অফিসিয়াল জরুরী কাজে বাইরে থাকায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, আনসার ও ভিডিপি অফিসার ভারপ্রাপ্ত সামিউল ইসলাম ও নয়া আনসার-ভিডিপি প্রশিক্ষিকা আরিফা বানু, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ।

আরও পড়ুনঃ   মা-বাবা-ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল

এ ছাড়াও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের মহিলাগণ এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।