সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর মাদারীগঞ্জ সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে,পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার শাহ এর সভাপতিত্বে এবং শিক্ষক রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহমেদ, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এবং প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন , বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ   রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

এছাড়াও উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খান, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এস, এস, সি ২৫ ব্যাচের ৯০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী তুলে দেয়া হয়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   'যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে’

উল্লেখ্য ২০০৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়ে, প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে, অদ্যবধি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে।