নিয়ামতপুরে জাতীয় স্থানীয় সরকার ও শহীদ সেনা দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

আরও পড়ুনঃ   ডাকাতিতে বাধা দেওয়াতেই কি এই হত্যাকাণ্ড

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি প্রসাশনিক কর্মকর্তা, সাংবাদিক, গ্রামপুলিশ প্রমুখ।

আরও পড়ুনঃ   দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মহিলা সমাবেশ

আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার খাতের ভূমিকা অপরিহার্য। মূলত স্থানীয় সমস্যার সমাধান ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সৃষ্টি হয়।

এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে শহীদ সেনা দিবস পালিত হয়।