মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ও পিস্তলসহ মো. ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ   আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল: সাখাওয়াত হোসেন

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশের ৫ নাম্বার রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপির মিরপুর মডেল থানা।

থানা সূত্রে জানা গেছে, গোপন খবরে কমার্স কলেজের বিপরীত পাশে ৫ নাম্বার রোডে অভিযান চালানো হয়। এ সময় পিস্তল ও গুলিসহ দাঁড়িয়ে থাকা ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   দুর্নীতির অভিযোগে রামেবির ৪ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার হওয়া ফারুককে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।-ইত্তেফাক