নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে স্কাউট আন্দোলনের প্রবর্তক রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (ব্যাডেন পাওয়েল) এর ১৬৮ তম জন্মবার্ষিকী ও স্কাউট দিবস পালন করা হয়েছে। এই দিবসে বাংলাদেশ স্কাউটস নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ছেলের স্মৃতি আমাকে প্রতিদিন কাঁদায় : আবরার ফাহাদের মা

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর শাখার সভাপতি মেহেদী হাসান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক ও সাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু হাসান বাসার, নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা, স্কাউট সদস্য অলিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আলম।