সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির ৩য় বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড (সিএইচডিএফ), রাজশাহী কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিএইচডিও) এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার সদস্য সচিব ও রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, মেট্রো থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন, রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএইচডিএফ সভাপতি সোহেলী আক্তার মিতা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

সভায় সিএইচডিএফ এর কার্যক্রম, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর বিগত বার্ষিক ও বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন করা হয়। সভায় সিএইচডিএফ ও সিএইচডিও এর আয় ব্যয়ের হিসাব বিবরণী, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

আরও পড়ুনঃ   শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

সভায় সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি