পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি: পূর্বশত্রুতার জেরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল দক্ষিণ বোয়াইলমারী (সাঁথিয়া কলেজপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের মা হাসি খাতুন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আশরাফুল সকালে বাড়ি থেকে বের হয়ে আসলে রাস্তার ওপর থেকে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে পিটিয়ে দুই হাতের কবজি কেটে নিয়ে যায়।’

আরও পড়ুনঃ   ইসকন নিষিদ্ধের দাবি: আইনজীবীদের কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

আরও পড়ুনঃ   নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

ওসি আরও বলেন, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।