ইত্তেফাক জরিপ: সদস্য সচিব পদে এগিয়ে সারজিস

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হওয়ায়, দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্যসচিব হিসেবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে আলোচনা চলছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে কাকে দেখতে চান সাধারণ মানুষ, তা নিয়ে জরিপ করেছে ইত্তেফাক ডিজিটাল।

ডেইলি ইত্তেফাক নামে ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবারের ইউটিউবে চ্যানেলের জরিপে প্রশ্ন করা হয় : ছাত্রদের নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে কাকে দেখতে চান? জরিপ পরিচালিত হয় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক সারজিস আলমের নামে।

আরও পড়ুনঃ   নবীন শিক্ষার্থীদের বরণ করে কোরআন উপহার দিল রাবি শাখা ছাত্রশিবির

গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের এই জরিপে ভোট পড়েছে ৩১ হাজার। এর মধ্যে ৭৩ শতাংশ মানুষ সদস্য সচিব হিসেবে সারজিসকে দেখতে চান। ২০ শতাংশ মানুষ চান আখতার হোসেনকে আর ৮ শতাংশ মানুষ চান নাসীরউদ্দীন পাটওয়ারী হোক নতুন দলের সদস্য সচিব।

তবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও নতুন দলের সদস্য সচিব পদের জন্য আলোচনায় রয়েছেন।

সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে।

আরও পড়ুনঃ   গত সরকারের এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না: রিজভী

রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয়, তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই, তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’-ইত্তেফাক