‘দ্রুত নির্বাচন না হলে জনগণ মুখ ফিরিয়ে নেবে’

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস অতিবাহিত হলেও নির্বাচনী রোডম্যাপ দিতে পারেনি। যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। দ্রুত নির্বাচন না হলে জনগণ মুখ ফিরে নেবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় তিনি এসব বলেন।

আব্দুস সালাম বলেন, সংস্কার করবেন কি করবেন না এটিও ডক্টর ইউনূস বুঝতে পারেননি। এজন্য বলি আপনার দ্বারা আর কোনো কিছু সম্ভব না। তবুও আমরা চাই আপনি যেন ব্যর্থ না হন। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে রাজনীতিবিদদের হাতে তুলে দিন। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, শেখ হাসিনা এদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার ছিল না। সে ছিল ভারতের নির্বাচিত সরকার।

আরও পড়ুনঃ   ট্রাক উল্টে বাড়িতে, ঘুমন্ত দাদি নিহত, আহত নাতি

তিনি বলেন, জনগণের ওপর চাপ বাড়িয়ে ট্যাক্স বৃদ্ধি করা এ সরকারের মানায় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসলে সাধারণ জনগণ আবারও মাঠে নামবেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব আরও উন্নত করা দরকার। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা

জনসভায় বিএনপির পর্যায়ের নেতাকর্মীসহ দলের তৃণমূলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।