চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন আগে ছিটকে গেলেন কিউই তারকা পেসার

অনলাইন ডেস্ক : অপেক্ষা আর একদিনের। আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তার আগেই পায়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে কিউই পেসার লকি ফার্গুসনের। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হয়েছে কাইল জেমিসনের। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে আফগানদেরও হারিয়েছে কিউইরা। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো চোটে কাবু হলেও নিউজিল্যান্ড শিবিরে তেমন বড় কোনো অস্বস্তি ছিল না।

আরও পড়ুনঃ   থুশারার হ্যাটট্রিকে ধুঁকছে বাংলাদেশ

দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের এবার অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল দুঃসংবাদটা। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকলেও ত্রিদেশীয় সিরিজে ছিলেন না ফার্গুসন। গত রোববার একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন। তাতেই আসর শেষ হয়ে গেল।

প্রায় এক বছর পর দলে ফিরছেন পেসার কাইল জেমিসন। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলেছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। ফার্গুসনের আগে স্কোয়াডের প্রথম ক্রিকেটার হিসেবে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্স। তার জায়গায় দলে আসেন জেকব ডাফি।

আরও পড়ুনঃ   ইতিহাসের পাতায় নাম লেখালেন পাকিস্তানি স্পিনাররা

নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জেকব ডাফি, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।