ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

অনলাইন ডেস্ক : বিপিএলের সবশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আর দলটির অধিনায়ক হিসেবে দুই বারই দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত বরিশালকে পরপর দুবার শিরোপা এনে দেয়ার বড় কারিগর বলা চলে তামিম ইকবালকে।

এছাড়া আলাদা করে নজর কেড়েছে দলের মালিক মিজানুর রহমানের নিবেদন। তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নটাও আলাদা করে উঠে এসেছিল আলোচনায়। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা দুজনকেই করতে দেখা গিয়েছে সবসময়।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

এবার এই দুই জুটিকে দেখা যাবে আসন্ন ডিপিএলেও। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন ক্লাবটির।

আরও পড়ুনঃ   ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি।