রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ১৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন।

আরও পড়ুনঃ   ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে স্ত্রীকে তালাক, স্বামী গ্রেফতার

যুবলীগের নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ। এ ছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুনঃ   প্রতারক চক্রের খপ্পরে ইট ভাটা মালিকগণ

গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।