বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

অনলাইন ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।

জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে টিকে থাকতে রাতে মাঠে নামছে ব্রাজিল

তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

কোন দেশে কোন চ্যানেলে খেলা দেখবেন-

দেশ টেলিভিশন অনলাইন
ভারত স্টার, নেটওয়ার্ক ১৮ জিও হটস্টার
পাকিস্তান পিটিভি, টেন স্পোর্টস মাইকো, তামাশা অ্যাপ
আরব আমিরাত ক্রিকলাইফ ম্যাক্স, ক্রিকলাইফ ম্যাক্স ২ স্টারজেডপ্লে
যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন,

 

 

স্কাইগো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ
যুক্তরাষ্ট্র এবং কানাডা উইলো টিভি উইলো, ক্রিকবাজ অ্যাপ
ক্যারিবিয়ান ইএসপিএনক্যারিবিয়ান ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ
অস্ট্রেলিয়া   প্রাইম ভিডিও
নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস এনজেড নাও, স্কাইগো অ্যাপ
সাউথ আফ্রিকা এবং সাব-সাহারান অঞ্চন সুপারস্পোর্ট সুপারস্পোর্ট অ্যাপ
বাংলাদেশ টি-স্পোর্টস, নাগরিক টিভি টফি অ্যাপ
আফগানিস্তান এটিএন  
শ্রীলঙ্কা মহারাজা সিরাসা