গ্লোবাল নার্সিং কলেজে নবীন বরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

আরিফুল ইসলাম, রাজশাহী: গত ৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ রোববার রাজশাহীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রজব আলী খন্দকার এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মতিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আরমান আলী।

আরও পড়ুনঃ   নগরীতে আ’লীগের ঐতিহাসিক ৬ দফা পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরিশেষে গ্লোবাল নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।