হেলাল উউদ্দীন, বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণা করায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলাম বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। ভবানীগঞ্জ ইসলামী ফাজিল মাদ্রাসার মূল ফটক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে পথসভায় মিলিত হয়।
সভায় ডাঃ আঃ বারী বলেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে গেলে জয়লাভের কোন বিকল্প নেই। আসামী নির্বাচন ঘিরে বাগমারার প্রতিটি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রচারণা চালাতে হবে। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষ হানাহানি চাই না। শান্তিপূর্ণ ভাবে প্রতিটি অনুষ্ঠান সফল করতে হবে। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এরআগে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার হলরুমে সংগঠনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস আব্দুল আহাদ কবিরাজ, রাজশাহী জেলা নায়েবে আমির আব্দুল খালেক, রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য এফ এম ইসমাইল আলম আল হাসানী, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সহ অন্যরা।
সভায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার রুকনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডাঃ আঃ বারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।