দুর্গাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আত্মহত্যা করা ওই যুবকের নাম মাহফুজ ইসলাম (২৪)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ   বাঘায় ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ এক বছর আগে বিয়ে করেছে। তার বাবা একজন কৃষক বিয়ের পর থেকেই প্রায়ই মোটরসাইকেল কিনে দেয়ার জন্য পরিবারের কাছে বায়না ধরত। সোমবার সকালে মাহফুজ তার শয়নকক্ষের ঘরে বাঁশের আড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মাহফুজের চাচা রাশেদ বলেন, মাহফুজ খুব জেদি স্বভাবের ছিলো। সে কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু দুর্ঘটনার ভয়ে মাহফুজের বাবা-মা মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি। সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগরীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা জানান, আত্মহত্যার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে। আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে।