অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী

অনলাইন ডেস্ক : ২০০৮ সালে আয়েশা ইসলামকে বিয়ে করেন অভিনেতা মামনুন ইমন। একসঙ্গে একই ছাদের নিচে ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই জুটি।

স্বামী ইমন শোবিজাঙ্গনে ব্যস্ত থাকলেও স্ত্রী আয়েশাকে কখনো পর্দায় দেখা যায়নি। তবে প্রথমবারের মতো বাস্তব জীবনের এই তারকা দম্পতি পর্দায় হাজির হতে যাচ্ছেন।

নায়ক মামনুন ইমন তার স্ত্রী আয়েশা ইসলামের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এটি দিয়েই প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন নায়কপত্নী।

আরও পড়ুনঃ   রেপ করছে, খুন করছে, মেয়েদের ভয় লেগেই আছে : স্বস্তিকা

মামনুন ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায়।

এবার তিনি স্ত্রী আয়েশার সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন। ইমন বলেন, ‘এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি।’

মজা করে এই চিত্রনায়ক বলেন, ‘এটি প্রথমবার, তবে তবে শেষবার কি না জানিনা’।

আরও পড়ুনঃ   যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

নায়ক জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার।

অন্যদিকে প্রথমবারের মতো ইমনের স্ত্রী মডেল হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’

খুব শিগরিই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।