তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সাইদ সাজু, তানোর : জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর (পায়রা) উড়িয়ে রাজশাহীর তানোরে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর সাইফুল ইসলাম হীরক। শুক্রবার সকালে তিনি তানোর পৌর এলাকার তালন্দ ফুটবল মাঠে সমাসপুর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুন ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট ও খেলাধূলার বিকল্প নেই। শরীর ও মনকে ভালো রাখতে নিয়োমিত খেলাধূলা করতে যুবকসহ কিশোরদের প্রতি উদার্থ আহবান জানান তিনি। তিনি বলেন, আজকের তরুণ ও যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র সমাজ স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। আগামীর মানবিক দেশ গঠনে তরুণ ও যুবকদের ভুমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ   বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাজশাহী আসছেন কাল

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমার বড় ভাই সুলতানুল ইসলাম তারেক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দলের হাই কমান্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিদি আমার বড় ভাইকে দলীয় মনোনয়ন দেন এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে তরুণ ও যুব সমাজকে নিয়ে নানা মূখী কাজ করা হবে। খেলা-ধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে প্রতিটি মাঠে নিয়োমিত খেলা-ধূলা হয় সে ব্যবস্থা করা হবে।

সমাসপুর একতা সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ। তত্ত্বাবধান ও খেলা পরিচালনা করেন কৃষি ব্যাংক রাজশাহীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক ও মনিরুল ইসলাম। এসময় বিপুল সংখ্যক ক্রীড়া মোদীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জ সীমান্তে পিস্তল, গুলি ও মদ উদ্ধার

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মোহনপুর মৌগাছী বনাম বাগমারা অন্তর রাইডার্স। খেলায় ৮টি দল অংশ গ্রহণ করবে। শনিবার বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্তার বিতরণ করবেন সাংসদ পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক।