নিয়ামতপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি এ পুরস্কার বিতরণের আয়োজন করে।

আরও পড়ুনঃ   আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান।

আরও পড়ুনঃ   বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

আলোচনা সভা শেষে ক্রিকেট, ভলিবল, এ্যাথলেটিস খেলায় অংশ নেওয়া জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।