জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের গণমিছিল

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে “গণমিছিল” করেছে বাংলদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারী) জুমআর নামাজ শেষে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আরও পড়ুনঃ   বিদেশে বন্ধু চাই, প্রভু নয় : শফিকুর রহমান

মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন, দুর্নীতিসহ জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা আওয়ালীগ সরকারের আমলে সকল বিচার বর্হিভূত হত্যাকান্ড, খুন, গুম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে জড়িত আছে তাদের বিচারের দাবি জানান। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জড়িত আছে তাদের দ্রুত বিচারের দাবি জানান। শেখ হাসিনাসহ যেসব মন্ত্রী, এমপি ও নেতারা পালিয়ে আছে তাদের দেশে এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।