ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত আদায়

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। বেলা ১টা ৪৩ মিনিটে শুরু হওয়া খুতবা শেষ হয় বেলা ১টা ৫১ মিনিটে। পরে ইজতেমা ময়দানের নামাজের মঞ্চ থেকে জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহম্মেদ।

ইজতেমা ময়দানের লোক ছাড়াও গাজীপুর ও আশপাশের এলাকার লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দান, আশপাশের সড়ক ও ভবনের ছাদে অবস্থান নেন।

জুবায়ের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।

আরও পড়ুনঃ   দুদক, বিচার বিভাগ বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল

আজ শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়েরের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। আজ সকাল সাড়ে ১০টায় তালিম দেন মাওলানা জিয়াউল হক।

আরও পড়ুনঃ   শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নতুন নামকরণ

আগামী ২ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন দিল্লির মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।