আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজকে আমরা তিতুমীরের গেটে থাকব। রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এর ফলে আশপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট পোহাতে হয় নগরবাসীকে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশাচালককে হত্যার মামলা

শুক্রবার ভোরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও তাদের কয়েকজন আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান। পরে জুমার নামাজের পর তাদের সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়ক অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এদিন আশপাশের সড়কে তেমন প্রভাব পড়েনি।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে বলেছে, গতকালের মতো আজ কিছুক্ষণ আগে ছাত্র-ছাত্রীরা তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী-আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ   বাল্যবিবাহ আইনের যথাযথ বাস্তবায়নে জাতীয় কমিটি গঠন

পোস্টে বিকল্প পথে চলাচলের অনুরোধ বলা হয়, বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেইটগামী চালক ও যাত্রীদের ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান-১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী-বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী-গুলশান ২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী-কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন, তারা সোজা মহাখালী টার্মিনাল এর দিক দিয়ে যেতে পারবেন।-ইত্তেফাক