বিলাসবহুল ‘ড্রিম অব ডেজার্ট’ ট্রেনের নকশা উন্মোচন করল সৌদি

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। বুধবার এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশার উন্মোচন করা হয়েছে।

সৌদি সরকারের রেল দপ্তর সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে ট্রেনটির। চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এসব তথ্য জানিয়েছেন আর্সেনালের শীর্ষ নির্বাহী পাওলা বারলেটা। কাকতালীয়ভাবে তার আগের দিন মঙ্গলবার সংক্ষিপ্ত এক সফরে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে ইতালি ফিরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আরও পড়ুনঃ   পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে পাল্টা হুংকার পানামার প্রেসিডেন্টের

ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। নকশায় আধুনিক নান্দনিকতা এবং সৌদির আরবের ঐতিহ্যের চমৎকার মিশেল ঘটিয়েছেন তিনি।

ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের এবং পেশাদার আতিথেয়তার সর্বোচ্চ পরিষেবা। বুধবারের বিবৃতিতে এসএআর ড্রিম অব ডেজার্টকে ‘চলমান ফাইভস্টার হোটেল’ বলে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ   দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

সৌদি আরবের উত্তরাঞ্চলের প্রাকৃতিকভাবে খুব সুন্দর। চালু হওয়ার পর রাজধানী রিয়াদ থেকে রওনা হয়ে পুরো উত্তরাঞ্চল ভ্রমণ করবে ড্রিম অব ডেজার্ট। ট্রেনের জানালা দিয়ে সৌদির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা।

“সৌদি আরবের পর্যটন খাতের ইতিহাসে ড্রিম অব ডেজার্ট একটি মাইলফলক। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে সেই সঙ্গে সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতিকে বৈশ্বিক পর্যটকদের সামনে সুন্দরভাবে তুলে ধরবে,” বলা হয়েছে এসএআরের বিবৃতিতে।