তানোরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইদ সাজু, তানোর: বাংলাদেশ স্কাউট রাজশাহীর তানোর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী)সকাল ১০টায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।সম্মেলনে সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলায় নির্বাহী কমিটি গঠন করা হয়।উক্ত সম্মেলনে সর্বসম্মতি ক্রমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মনোনীত করা হয়।এবং কমিশনার পদে মতিউর রহমান শিশির নির্বাচিত হন।নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহসভাপতি মনিরুল ইসলাম,আশরাফুল ইসলাম,শরিফুল ইসলাম, গ্রুপ সভাপতি আহসান হাবীব রুনু ও শরিফুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য কমেটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্কাউটের সহকারী জেলা ও মেট্রোপলিটন পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাসতুরা আমিনা,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান।