বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিদায় অনুষ্ঠান

আরিফুল ইসলাম, রাজশাহী: ২৯ জানুয়ারি বুধবার দুপুরে বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহীর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট বিজ্ঞানী ড. মো: সেলিম খান বদলী জনিত কারণে বিদ্যালয়ের সভাপতির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আবেগ আপ্লুত হয়ে তাঁকে বিদায় জানান। বিগত দুই বছরের অধিক সময় তিনি বিদ্যালয়ের খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ফ্যান, খেলার মাঠ পরিষ্কার ও মানসম্মত পাঠদানের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। বিদায় মহুর্তে বিদ্যালয়ের স্মৃতি স্বরূপ সম্মননা ক্রেস্ট ও কিছু সামান্য উপহার প্রদান করেন। বিদায়ী সভাপতি বিদ্যালয়ের উন্নতিকল্পে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল জলিল বিদায়ী সভাপতির সুস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।