বিকেএসপির দ্রুততম মানব-মানবী শিপন ও আজমী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করে। বিগত সময়ের মতো এইবারও আয়োজিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।

দেশব্যাপি তারুণ্যেরে উৎসবের ধারাবাহিকতায় বিকেএসপিতে গতকাল থেকে শুরু হওয়া বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলটিক্স প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। প্রতিযোগিতায় বিকেএসপি ২২ টি স্বর্ণ, ১২ রৌপ্য ও ০৩ টি তাম্র পদকসহ মোট ৩৭ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহী বিভাগ ০২ টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০৬ টি তাম্র পদকসহ মোট ১০টি পদক নিয়ে রানার্স আপ ও নেপাল ১টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ৪টি তাম্র পদকসহ মোট ৬টি পদক নিয়ে ৩য় স্থান অর্জন করে।

আরও পড়ুনঃ   প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

অ্যথেলেটিক্সে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী দ্রুততম মানব-মানবীর খেতাব পান। বিকেএসপি আয়োজিত প্রতিযোগিতায় দ্রুততম মানব-মানবী হয়েছেন বিকেএসপির ‍শিপন মিয়া ও আজমী খাতুন। প্রতিযোগিতায় বালক বিভাগে মো: তামিম হোসেন ব্যক্তিগত ৩টি স্বর্ণ পদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন ব্যক্তিগত ৪টি স্বর্ণ পদক নিয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হন।

আরও পড়ুনঃ   ‘হ্যাটট্রিক’ সিরিজ জয়ের লক্ষ্যে উইন্ডিজদের মুখোমুখি বাংলাদেশ

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরল ইসলাম বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের অ্যাথলেটিক্স জাতীয় দল আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। নেপালকে অংশগ্রহণের জন্য ধনব্যাদ জ্ঞাপন করা হয়।