টি-টোয়েন্টিতে ৩৩৬ রানের বিশ্বরেকর্ড তিলক ভার্মার

অনলাইন ডেস্ক : বেশ অদ্ভুতুড়ে এক বিশ্বরেকর্ড গড়ে অবশেষে আউট হলেন তিলক ভার্মা। আদিল রশিদের দারুণ এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় এই ব্যাটার। ১৪ বলে ১৮ রান করে ফেরেন তিলক। তবে ততক্ষণে তার নামের পাশে জুড়ে বসেছে একেবারেই ভিন্ন ধরণের এক বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিলক ভার্মা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার আগে খেলেছেন ইন্টারন্যাশনাল ১০৭*, ১২০*, ৭২*, ১৯* রানের অপরাজিত ৪টি ইনিংস। আর গতকাল খেললেন ১৮ রানের ইনিংস।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার আউট হওয়ার আগে করেছেন ৩৩৬ রান। আর মাঝে ছিল দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটির ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের এতদিনের রেকর্ড।

আরও পড়ুনঃ   আগামীকাল পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন

২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ ম্যাচে অপরাজিত থেকে ২৭১ রান করেছিলেন চ্যাপম্যান। আর ৩৩৬ রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন ৫ ম্যাচ। তিনে থাকা শ্রেয়াশ আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন ২৪০ রান।

দুই আউটের মাঝে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
৩৩৬ – তিলক ভার্মা (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, ২০২৪-২০২৫)
২৭১ – মার্ক চাপম্যান (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২০২৩)
২৪০ – শ্রেয়াশ আইয়ার (শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, ২০২২)
২৪০ – অ্যারন ফিঞ্চ (জিম্বাবুয়ে ও পাকিস্তান, ২০১৮)

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

তিলক ভার্মার আউটের দিনে ভারতও পেয়েছে পরাজয়ের স্বাদ। সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তারা হেরেছে ২৬ রানে। বেন ডাকেট এবং লিয়াম লিভিংস্টোনের ইনিংসের ওপর দাঁড়িয়ে দিনের শুরুতে ১৯১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

পরবর্তীতে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কেউই ভারতের হয়ে দাঁড়াতে পারেননি। জেমি ওভারটনের ৩ উইকেট শিকারের দিকে ১৪৫ রানে থামে ভারত।